মা-ফ্লাই ওভারের উপর থেকে আত্মহত্যার হুমকি যুবকের

মা ফ্লাই ওভারের আর্চের ওপর উঠে আত্মহত্যার হুমকি এক যুবকের। তা জানতে পেরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছল পুলিশ ও দমকল। অনেক চেষ্টার পর নামান হয় ওই যুবককে। ঘটনার জেরে রবিবার ছুটির দিনে সকালে চাঞ্চল্য ছড়ায় মা ফ্লাই ওভার চত্বরে। এদিকে সূত্রে খবর, এদিন পার্ক সার্কাস এলাকায় মা ফ্লাই ওভারের আর্চের ওপরে উঠে পড়েন এক যুবক। ঠিক কোন সময় তিনি আর্চের ওপরে উঠেছেন তা নির্দিষ্টভাবে জানা না গেলেও, প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সেখানে ছিলেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। এরপর ওই যুবককে আর্চের ওপর থেকে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। পুলিশের তরফ থেকে তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। তাঁর যা দাবি সেগুলি শোনা হবেও বলেও আশ্বাস দেওয়া হয়। এরপর পুলিশের আশ্বাস পেয়ে নিচে নেমে আসতে রাজি হন ওই যুবক। এরপরই দমকলকর্মীদের প্রচেষ্টায় তাঁকে নামিয়ে আনার ব্যবস্থা করা হয়।

এরপরই জানা যায়, ওই যুবকের মাথায় আগে থেকেই আঘাত ছিল। তাঁকে প্রথমে কড়েয়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে সাহায্য নেওয়া হবে মনোবিদদের। তবে কেন ওই যুবক এমনটা করলেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তিনি পাচ্ছে না। আর সেই কারণেই তাঁর এই পদক্ষেপ। তবে সকলের নজর এড়িয়ে ওই যুব কী ভাবে মা ফ্লাইওভারের ওই জায়গায় উঠলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =