সন্দেশখালি থেকে রাজ্যপাল সোজা গেলেন দিল্লি

সোমবারই সকালে কোচি থেকে কলকাতা ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে সোজা চলে যান সন্দেশখালি। দিনভর সেখানে থেকে দিল্লির বিমান ধরেন সোমবারই। সূত্রের খবর, দিল্লি যাওয়ার কোনও কর্মসূচি আগে থেকে তাঁর ছিল না। কিন্তু সন্দেশখালি পরিদর্শনের পর তিনি ঠিক করেন দিল্লি যাবেন। তাহলে কি এখানকার যাবতীয় পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেবেন রাজ্যপাল? উঠছে এমনই প্রশ্ন।

সন্দেশখালি থেকে ফিরে সোজা দিল্লির পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালির মহিলারা। তাঁরা পুলিশি নিরাপত্তায় নিরাপদ বোধ করছেন না এমন দাবিও করেন। এমনকী কেন্দ্রীয়বাহিনীর নিরাপত্তায় তাঁদের রাখা হোক, এমন দাবিসম্বলিত ব্যানারও দেখা যায়। এদিকে সূত্রের খবর, সন্দেশখালিসংক্রান্ত রিপোর্ট দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে জানাতে চলেছেন তিনি।

সোমবার সন্দেশখালির মানুষের সঙ্গে কথা বলে রাজ্যপাল যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি সন্দেশখালি সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে জানাবেন? রাজ্যপাল উত্তরে জানান, ‘আমি এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট জায়গায় যা বলার বলব।’ এরপৎই আচমকা তাঁর এই দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে এই দিল্লি সফর যথার্থ জায়গায় সব বলার জন্যই কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =