সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন শুভেন্দু

সন্দেশখালির ঘটনা নিয়ে সিবিআই তদন্ত চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি৷ সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ, ‘আপনি বরং একবার সন্দেশখালি যান।’ এরই পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিলেন বললেন ফলতারও একই অবস্থা হবে৷ অর্থাৎ সন্দেশখালির মতো ফলতাতেও গোলমাল হতে পারে বলে আগে থেকেই এমন বার্তা মঙ্গলবারের সাংবাদিক বৈঠক থেকে দিয়ে রাখলেন তিনি৷ পাশাপাশি চোপড়া নিয়ে তাঁর বক্তব্য, বিএসএফ এই ঘটনার কিছু জানে না। তৃতীয় পক্ষকে দিয়ে কাজ করানো হচ্ছিল৷

মঙ্গলবারের সাংবাদিকে বৈঠকে শুভেন্দু দাবি তোলেন, ‘সন্দেশখালির তদন্ত সিবিআইকে দেওয়া হোক। যাঁরা সাক্ষী তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। নিরপেক্ষ সংস্থা দিয়ে সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। বাসন্তীর গুন্ডারা ওখানে অস্ত্র পাঠাচ্ছে।’ এদিকে শুভেন্দুর সন্দেশখালি যাওয়া নিয়ে তিনি জানান, ১৫ তারিখ সন্দেশখালি যাওয়ার বিষয়ে আদালত যা বলবে তেমনটাই পালন করা হবে। এরই পাশাপাশি বিরোধী দলনেতা এদিন হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘এক‌ই জিনিস চলছে ফলতায়।‌ জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনার অবস্থা শাহাজাহানের থেকেও খারাপ হবে।’

এদিনের এই সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। কটাক্ষ করে শুভেন্দু এদিন বলেন, ‘আপনি ডবল ডবল চাকরির কথা বলেন। ডবল ডবল চাকরি কে পেয়েছে ? হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়, আর ডি মীনা, মনোজ মালব্য ডবল ডবল চাকরি পেয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী আরও একটা চাকরি পাবেন। হিডকোর চাকরি। ববি হাকিমের চাকরি গেল বলে।’

তবে চোপড়ায় মাটি চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে বিএসএফ-এর কোনও দোষ দেখছেন না শুভেন্দু৷ তিনি বলছেন, ‘‌চোপড়ার ঘটনা মর্মান্তিক। বিএসএফ তো করেনি। ওখানে এজেন্সি দিয়ে কাজ করানো হচ্ছিল। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 3 =