আজ সরস্বতী পুজো।বাঙালির ভ্যালেন্টাইনস-ডে বললে ভুল হবে না। এই পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে পরতে পরতে। এদিকে এই আবেগকে ধুয়ে দিতে বসেছে বৃষ্টি, অন্তত এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, আগে থেকেই দেওযা হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর এখন শুধু বৃষ্টি নয়, জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার সকাল থেকই ঝলমলে রোদ দেখা দিয়েছে কলকাতায়। আকাশ কার্যত পরিষ্কার বললেই চলে। কিন্তু কতক্ষণ এই পরিস্থিতি থাকবে তা বলা যাচ্ছে না। আলিপুর হাওয়া অফিস রাজ্যের এগারো জেলা হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ-কাল বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা কলকাতাতেও। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। ফলে বুধবার পুরুলিয়া,বাঁকুড়া,দুই বর্ধমান,বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা বৃষ্টি। ১৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।