চিকিৎসার জন্য এসে কলকাতা থেকে উধাও এক বাংলাদেশি যুবক

সাংসদের পর কলকাতা থেকে উধাও এক বাংলাদেশি যুবকও। কলকাতা পুলিশ সূত্রে খবর, মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল থেকে উধাও হয়ে যান বছর তেইশের মহম্মদ দেলওয়ার হোসেন। বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা এই মহম্মদ দেলওয়ার। এই ঘটনা সামনে আসতেই বিদেশি নাগরিকের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। সঙ্গে এ খবরও মিলেছে চিকিৎসার স্বার্থে কলকাতায় এসেছিলেন দেলওয়ার। কলকাতায় এসে মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে ওঠেন তিনি। এরপর বুধবার রাত থেকে তাঁর হদিশ মিলছে না। স্বাভাবিকভাবেই কলকাতা থেকে ভিনদেশি নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

প্রসঙ্গত, সীমান্ত জেলা ঝিনাইদহের সংসদ সদস্য ও শাসকদলের কালীগঞ্জ উপজেলা আওয়ামি লিগের সভাপতি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে তার পর থেকেই যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানান তাঁর পরিবারের সদস্যরা। পরে জানা যায় তাঁকে খুন করা হয়েছে। নৃশংসভাবে দেহ কেটে জলে ভাসিয়ে দেওয়া হয়। এখনও সেই দেহাংশ উদ্ধার হয়নি। এর মধ্যেই ফের একবার কলকাতা থেকে উধাও হলেন আরেক বাংলাদেশি নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =