রবিবার হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন

রবিবার হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। জৌগ্রাম রেল স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরির কাজ চলবে। সেই কারণে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মোট ৯ জোড়া ট্রেন বাতিল রাখা হচ্ছে রবিবার। এই নতুন প্লাটফর্ম তৈরি হয়ে গেলে, যাত্রীদের আরও বেশি সুবিধা হবে এবং ট্রেনে সফর আরও স্বাচ্ছ্যন্দময় হবে বলেই আশা রেলের।

রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮টি ট্রেন বাতিল থাকছে। হাওড়া থেকে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি বাতিল রাখা হবে রবিবার।

বর্ধমান থেকে বাতিল থাকছে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেনগুলি। পাশাপাশি মশাগ্রাম থেকে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলি বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ছুটির দিন। কিন্তু তারপরও প্রয়োজনে অনেককেই ট্রেনে যাতায়াত করতে হয়। তার উপর হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মাধ্যমে অনেকেই জেলা থেকে কলকাতায় আসেন। রবিবার বর্ধমান কর্ড লাইনে ১৮টি ট্রেন বাতিল থাকার ফলে সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের। বাকি ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =