কলকাতার ব্য়স্ত রাস্তায় আগুন গাড়িতে

কলকাতার ব্যস্ত রাস্তায় হাজার যানবাহন যাত্রীর মাঝেই ভয়াবহ ঘটনা৷ দাউ দাউ করে আগুন ধরে গেল একটি চারচাকা গাড়িতে৷ ঘটনাটি ঘটেছে কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে৷ আরএই আগুনেই পুড়ে ছাই  আস্ত একটা চারচাকা গাড়ি৷
জানা গিয়েছে, চারচাকা গাড়িটি খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে যাচ্ছিল৷ গাড়ি চালানোর সময় মাঝে মাঝেই পোড়া গন্ধ পাচ্ছিলেন চালক৷ হঠাৎ করেই পিটিএসের কাছে গাড়িটি এসে পৌঁছতেই বনেট থেকে ধোঁয়া বেরতে শুরু করে৷‘ এরপর চালক বুঝতে পারেন যে ইঞ্জিনে আগুন লেগেছে৷ যে কোনও রকমের দুর্ঘটনা এড়াতে তাই যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয় তড়িঘড়ি করে। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =