ডায়মন্ড হারবারে নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের মামলা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। এরই পাশাপাশি পুনরায় নির্বাচনের আবেদনও জানানো হয়। বৃহস্পতিবার মামলা দায়ের করেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)।

আদালতে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববি এদিন জানান, বহু জায়গায় ইভিএম-এ বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল। একইসঙ্গে বহু বুথে সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। সিসিটিভির ফরেনসিক পরীক্ষারও দাবি জানানো হয় মামলায়। একইসঙ্গে মামলাকারীর বক্তব্য, ভোটারদের ভয় দেখানো হয়েছে। দেওয়া হয়েছে হুমকিও। গণনাকেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন তিনি।

এদিকে ডায়মন্ড হারবারে ভোটের দিন নানা জায়গায় এই ববিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তখনই ডায়মন্ড হারবারের ৪৭০টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন বিজেপি প্রার্থী। প্রচুর ছাপ্পা হয়েছে বলে অভিযোগও করেছিলেন ববি। তবে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোট শান্তিপূর্ণই হয়েছে এই লোকসভা কেন্দ্রে।

২০২৪-এর আগে ২০০৯ ও ২০১৪ সালেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়েন অভিজিৎ দাস ববি। এবারও তাঁকেই প্রার্থী করেছিল বিজেপি। তবে ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের তিনবারের সাংসদ এবার প্রায় ১০ লক্ষ ভোট পেয়েছেন। বিজেপির ববির সঙ্গে ভোটের ব্য়বধান প্রায় ৭ লক্ষের।

এদিকে ভোটে বিজেপি হারার পর দলের তরফে প্রতিনিধিরা গিয়েছিলেন ডায়মন্ড হারবার। হারের কারণ খুঁজতে গিয়ে দলের কর্মীদের একাংশেরই ক্ষোভের মুখে পড়েন। এই বিক্ষোভের ঘটনায় নাম জড়ায় ববির। তাঁর ইন্ধনে এই ঘটনা ঘটে বলে জানা যায়। তাঁকে শোকজ করেছিল দল। দলবিরোধী কাজের জন্য শোকজের চিঠি ধরিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ৮ পাতার জবাবও দেন বলে জানা যায়। এবার সেই ববিই আদালতে গেলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =