দক্ষিণবঙ্গবাসী তথা কলকাতাবাসীর কাছে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন নিম্নচাপ। এদিকে নিম্নচাপের সঙ্গেই আবার হাজির পশ্চিমী ঝঞ্ঝা। শীতের পথে দেওয়াল তুলেছে এই ঝঞ্ঝাও। এদিকে এই নিম্নচাপের জেরে এক রাতেই প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে শহরের তাপমাত্রা। আকাশের পাশাপাশি মুখভার শীতপ্রেমীদেরও। এদিকে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার আর বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। এটা নিঋসন্দেহে কলকাতাবাসীর কাছে সুখবর।
অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় ২-৩ ডিগ্রি সেলসিসায় পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।যদিও শীত থিতু হওয়ার আশা নেই। ২ দিন পর আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাতেই বড়দিনের শীতের আমেজে যে ভাটা পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার দিনভর লাগাতার বৃষ্টি চলে জেলায় জেলায়। মেঘ ঢোকায় লাফিয়ে বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতায় তো সর্বনিম্ন তাপমাত্রাও উপরের দিকে উঠে গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে শ্রীনিকেতন রবিবার যেখানে তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস এদিন তা বেড়ে দাঁড়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাঁকুড়ায় রবিবার তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন তা বেড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থার বদল দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।