বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নগদ টাকা। আয়কর দফতরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তারা। সঙ্গে এও জানানো হয়েছে, আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর শনিবার ভোররাতে এক যাত্রীর লাগেজ থেকে টাকা উদ্ধার হয়। কেন এত টাকা নগদ আনা হচ্ছিল জবাব দিতে পারেননি জয়দেব পাল নামে ওই ব্যক্তি। এরপরই আয়কর দফতরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিট বাজেয়াপ্ত করে এই টাকা। এরপরই আয়কর দফতরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে নির্বাচনের জন্য টাকা আনা হচ্ছিল কি না তাও।
ভোটের আবহে প্রচুর বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। সে ব্যাপারে এবার প্রথম থেকেই কড়া অবস্থানে নির্বাচন কমিশন। আয়কর দফতরও কড়া নজরদারি রেখেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিমানবন্দর থেকে উদ্ধার হয় সোনা। তারও আগে উদ্ধার হয়েছিল বিপুল অর্থের হিরেও। এদিকে গত মাসেই নির্বাচন কমিশন ভোটবাংলা থেকে উদ্ধার হওয়া অর্থ, লিকার, সোনার তালিকা প্রকাশ করেছিল। ৩০ মার্চ অবধি উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ ৭.৮৭ কোটি টাকা। এছাড়াও ১২,৬৯,১৯৪.৯৩ লিটার লিকার উদ্ধার হয় যার মূল্য প্রায় ৩৩.৮৬ কোটি টাকা। কমিশন জানিয়েছিল, ভোটের সময় কোনওরকম বেআইনি লেনদেন, পাচার, অবৈধ কার্যকলাপ রুখতে তারা বদ্ধপরিকর। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। চলবে নজরদারি।