বিশালাকৃতি মাছ ধরা পড়ল মালদায়। আর তা কিনতে হিড়িক ক্রেতাদের।শুধু কেনাই বা বলি কেন, ছবি তোলার হিড়িকটাও ছিল সমান। ঘটনাস্থল মালদার নেতাজি পৌর বাজার। ৮০০ টাকা কেজি দরে বিক্রি হল সেই মাছ। ক্রেতারা জানাচ্ছেন, এতবড় মাছ আগে তাঁরা এই বাজারে দেখেননি।
সূত্রে খবর, মঙ্গলবার ৪৮ কেজি ওজনের ওই কাতলা মাছটি আনা হয় মালদার নেতাজি পৌর বাজারে। ঝড়ের গতিতে খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর চাউর হতেই লোকে ভিড় জমান মাছটি দেখতে। সব মিলিয়ে মাছ দেখতে উপচে পড়ে ভিড়।
এই প্রসঙ্গে এক মৎস্য বিক্রেতা জানান, ‘এটা কাতলা মাছ। ওজন ৪৮ কিলো। গঙ্গা থেকে এসেছে। মালদায় গঙ্গার মাছের চাহিদা ভাল। কেটে ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে ৩৫ থেকে ৩৬ কেজির মাছ এসেছে। কিন্তু এত বড় মাচ এই প্রথম। গঙ্গার মাছ সবসময় হয় না তো, তাই ডিমান্ড বেশি।’
নেতাজি পৌর বাজারের সহ সম্পাদক বলেন, ‘গঙ্গার মাছ, গোটা সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়। কেটে ৮০০, ৯০০, হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। মানুষের চাহিদা আছে বলে আজ কাটা হল। এই বাজারে সবরকম মাছ পাওয়া যায়। ইলিশের আমদানি কম আছে, তাই দাম বেশি রয়েছে। রাজমহল এলাকার গঙ্গায় ধরা পড়েছে এই দৈত্যাকার মাছটি।’