পুজোর ঠিক আগে বড়বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। চম্পাহাটি থেকে মালবাহী গাড়ি করে বড়বাজারে ওই বাজি নিয়ে আসা হয়েছিল বলে খবর। এদিকে গোপন সূত্র মারফত লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পারেন বড়বাজারে মজুত করা হচ্ছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি। এরপরই বড়বাজারে তল্লাশি চালায় লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা। সেখান থেকে প্রচুর পরিমাণ উদ্ধার হয় নিষিদ্ধ বাজি। নিষিদ্ধ বাজি মজুতের ঘটনায় বাপ্পা মুখোপাধ্যায় ও রঞ্জিত মিত্র নামে দুজনকে গ্রেফতারও করে পুলিশ। একইসঙ্গে লালবাজার সূত্রে এও জানানো হয়েছে, প্রায় ৮৫০ কেজি নিষিদ্ধ বাজি চম্পাহাটি থেকে নিয়ে আসা হয়েছিল। এরপর বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেন বিচারক।
প্রসঙ্গত, গত কয়েকমাসে রাজ্যে একাধিক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাণ গিয়েছে অনেকের। সেই ঘটনার পরই বেআইনি বাজি কারখানা বন্ধ করতে তৎপর রাজ্য। জেলায় জেলায় চলছে পুলিশি তল্লাশি।