ভর সন্ধেয় গলার নলি কেটে খুন রাজারহাটে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ। এরই পাশাপাশি স্থানীয়রা অভিযোগ তোলেন, এলাকায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি রয়েছে। ঘটনার খবর চাউর হতেই এই অভিযোগ তুলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে স্থানীয় সূত্রে খবর, শুক্রবার শিখের বাগান এলাকার বাসিন্দা হারু লাল রশিদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই পিছন থেকে বাইক নিয়ে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে গলার নলি।তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃতের পরিজনদের দাবি, এলাকায় একটা জলাশয় ভরাট করা হচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন হারু। সে কারণেই তাঁকে খুন করে থাকতে পারে দুষ্কৃতীরা। একইসঙ্গে এর পিছনে রাজনীতির যোগ থাকতে পারেও বলেও সন্দেহ করছেন তাঁরা। যদিও তাঁদের দাবি, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারীকেরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। যদিও এখনও পর্যন্ত কোনো গ্রেফতারির খবর মেলেনি।