নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার তৈরি হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্তভাবে দু–এক পশলা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার মেঘলা আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে এবং জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে এরপর বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সে কারণে ২৩ জুলাই থেকে কলকাতা–সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়–বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।
এদিকে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় ঝড়–বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
উত্তরবঙ্গে সোমবার ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। দু–এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
কলকাতায় শনিবারের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ–সহ দু–এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় শনিবারে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৩২.৬ মিলিমিটার।