কলকাতা মেট্রোর একাধিক স্টেশন নাম বদলের প্রস্তাব গেল নবান্নে

কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নাম বদলের প্রস্তাব গেল নবান্নে। চারটি ভিন্ন রুটের বিভিন্ন স্টেশনের নাম বদল করা হোক, এই মর্মে আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, বদল করে কোন স্টেশনের কী কী নাম দেওয়া হবে সেই তালিকাও পাঠানো হয়েছে সরকারের কাছে। কোনও সংশ্লিষ্ট সংগঠন থেকে নয়, বিভিন্ন মহল থেকে এই নাম বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ, মেট্রোর নাম বদলের প্রাথমিক বিষয়টি রাজ্য সরকারই দেখে। তাই প্রস্তাবটি নবান্নে পাঠানো হয়েছে।
এদিকে এই মুহূর্তে জোকা-ধর্মতলা, নোয়াপাড়া-বিমানবন্দর, নিউ গড়িয়া-বিমানবন্দর সহ একাধিক রুটের মেট্রোর লাইনে হয় কাজ হচ্ছে, না হলে আংশিক ট্রেন চলাচল শুরু হয়েছে। এইসব রুটের বিভিন্ন স্টেশনের নাম বদল করার প্রস্তাব রাখা হয়েছে। আপাতত যে যে স্টেশনের নাম পাল্টানোর দাবি উঠছে তার তালিকা, নবান্নে জোকা-ধর্মতলা প্রকল্পের খিদিরপুর স্টেশন, নোয়াপাড়া-বিমানবন্দর প্রকল্পের জয়হিন্দ স্টেশন, নিউ গড়িয়া-বিমানবন্দর প্রকল্পের মধ্যে থাকা ভিআইপি রোড, তেঘরিয়া স্টেশন এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান, এসপ্ল্য়ানেড, শিয়ালদহ বা মহাকরণ এগুলির মধ্যে যে কোনও একটির নাম বদলের প্রস্তাব জমা পড়েছে। তবে নাম বদল হলে নতুন কী নাম দেওয়া হবে প্রস্তাবের মধ্যেও তার উল্লেখ রয়েছে। খিদিরপুর মেট্রো স্টেশনের নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল রাখার প্রস্তাব এসেছে। যা দিয়েছে স্কুল কর্তৃপক্ষই। এদিকে ভিআইপি রোড, তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন নামের প্রস্তাব দেওয়া হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রীধাম ঠাকুরনগর,ঠাকুরবাড়ির তরফে।
অন্যদিকে, ডানলপের কিশোর কুমার ফ‌্যান ক্লাবের তরফে হাওড়া ময়দান, এসপ্ল‌্যানেড, শিয়ালদহ,মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম তাঁর নামে রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, ‘জয়হিন্দ’ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে মেট্রোর চিফ অপারেশন ম‌্যানেজারের তরফে।
 তবে আদতে এই নাম বদল হবে কিনা,তার সিদ্ধান্ত হতে এখনও ঢের দেরি। কারণ প্রাথমিকভাবে রাজ্য তথা পরিবহণ দফতর এতে সম্মতি দিলে সেই প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =