র‍্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

র‍্যাগিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে।সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানানো হয়।আদালত সূত্রে খবর, আইনজীবী সায়ন বন্দোপাধ্যায় এই মামলা দায়ের করা আর্জি জানান। আইনজীবী সায়নের এই আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। হাইকোর্টে মামলাকারীর আবেদন করেন, র‍্যাগিংয়ের বিরোধিতায় সুপ্রিমকোর্টের নির্দেশে আর.কে রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে, তা প্রয়োগের ব্যবস্থা করা হোক। প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে গাইডলাইন কর্যকর করার আবেদন জানান মামলাকারী।

একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আইনজীবী। এখানে বলে রাখা শ্রেয়, কেরলের একটি ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সে সময়ই আরকে রাঘবন কমিটি অ্যান্টি র‍্যাগিং নিয়ে বেশ কিছু সুপারিশ করে। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল। এই কমিটির-ই সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আইনজীবী। কারণ, সেখানে হস্টেলে সিনিয়রদের থেকে জুনিয়রদের আলাদা রাখার কথা বলা হয়েছিল ওই রিপোর্টে। জুনিয়রদের জন্য যথাযোগ্য নিরাপত্তার ব্যবস্থা করারও উল্লেখ ছিল। সেই সব সুপারিশ যাতে কার্যকর হয় তার আবেদন করেই এই জনস্বার্থ মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fifteen =