রাজ্যের পুলিশ প্রশাসনে একগুচ্ছ বদল

রাজ্যের পুলিশ প্রশাসনে একগুচ্ছ বদল। শনিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পুলিশ দপ্তরের তরফে প্রকাশিত হল বদলির দীর্ঘ তালিকা। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, বারাসতের ডিআইজি সুমিত কুমারের বদলি। তাঁর নতুন পদ ডিআইজি, নিরাপত্তা।  সন্দেশখালি কাণ্ডের জেরেই তাঁকে সরানো হল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। সুমিত কুমারের বদলে বারাসত রেঞ্জের নতুন ডিআইজি হলেন আইপিএস অফিসার ভাস্কর মুখোপাধ্য়ায়। তিনি ছিলেন মালদহ রেঞ্জের ডিআইজি। পুলিশ প্রশাসন সূত্রে দাবি, এই রদবদল রুটিন।

এছাড়া বদলি হওয়া উল্লেখযোগ্য আইপিএস-দের মধ্যে রয়েছেন এডিজি, ট্রাফিক সুপ্রতিম সরকার। তিনি দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি হলেন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) জয়েন্ট সিপি থেকে ভি সলোমন নিশাকুমার সরলেন কলকাতার অতিরিক্ত যুগ্ম কমিশনার পদে। মিরাজ খালিদ যুগ্ম কমিশনার পদ থেকে গেলেন জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার)। বারাকপুর রেঞ্জের দায়িত্বে এসেছেন আইপিএস কে কান্নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =