পুরসভায় ফের দেখা মিলল সাপের। প্রিন্টিং ডিপার্টমেন্টের ঘরে দেখা মিলল সাপের। শেষ পাওয়া খবরে তা এখনও সেখানেই রয়েছে। দরজা বন্ধ করে পরিস্থিতি কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা করছেন পুরসভার কর্মীরা। এরপরই খবর পাঠানো হয় বন দফতরকে।
প্রসঙ্গত, পুরসভায় সাপের উপদ্রব নতুন নয়। এর আগেও চ্যাপলিন স্কোয়ারের দিকে একটি ব্যলকনিতে এবং তারপর আরেকবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে সাপ দেখা দিয়েছিল।
পুরসভা সূত্রে খবর, এদিন দায়িত্বে থাকা কেয়ারটেকার সাতসকালে ঘর ঝাঁট দিতে এসে দেখেন, চেয়ারে একটি সাপ জড়িয়ে-পেঁচিয়ে রয়েছে। তাঁকে দেখামাত্র ফণা তুলে ফোঁস করে ওঠে। এরপর বিপদ বুঝে ওই কেয়ারটেকার বাকিদের ডেকে আনেন৷ তখন নিরাপত্তারক্ষীরা এসে প্রিন্টিং বিভাগের ওই রুম তালাবন্ধ করে দেন। এরপরই খবর পাঠানো হয় বন দফতরে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় পুরসভার কর্মীদের মধ্যে। অনেকেই অফিসে নিজের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
এই প্রসঙ্গে এক পুরকর্মী জানান, ‘এই প্রথম পুরসভায় সাপ বেরোল এমনটা নয়। এর আগেও বেশ কয়েকবার সাপ বেরিয়েছে। প্রতিবারই পুর কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে, এবার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোথায় কী? ’ তবে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। চলে সাপ উদ্ধার পর্ব।