১০০ দিনের টাকা না মেলায় কলকাতা পুরসভায় এক সুর বাম-বিজেপির

প্রায় তিন বছর ধরে কেন্দ্র বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে বারবার সুর চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২২ সাল থেকে একাধিক বার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার আবেদন জানানো হলেও কেন্দ্রীয় সরকার এখনও সেই অর্থ মঞ্জুর করেনি। এমনই এক প্রেক্ষিতে বিগত তিন মাস যাবৎ শ্রমিকের টাকা না পাওয়া এবং বেতন বাড়ানো নিয়ে কলকাতা পুরসভায় এক সুরে বাজতে দেখা গেল বিজেপি এবং সিপিএম-কে।

শনিবার পুরসভার প্রশ্নমালায় তিন নম্বরে ছিল বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের প্রশ্ন। এরপরই সাত নম্বরে সিপিএমের কাউন্সিলর নন্দিতা রায়। দু’জনেরই প্রশ্নের আসল বক্তব্য ছিল একেবারেই এক।

তাঁদের বক্তব্য, ‘কলকাতা কর্পোরেশনের ১০০ দিনের কাজের যে কর্মপ্রকল্প, তাতে তিন মাস ধরে শ্রমিকদের টাকা আটকে আছে। এদিকে অধিকাংশ গরিব শ্রমিক যাঁরা এই কাজ করে তাঁদের সংসারযাত্রা নির্বাহ করেন ও পরিবার প্রতিপালন করেন। বিগত তিনমাস যাবৎ যদি টাকা না পান, তাহলে তাঁরা কী ভাবে জীবনধারণ করবেন তা নিয়ে ওঠে প্রশ্ন।  সেই সঙ্গে টাকা বন্ধ হওয়ার কারণ কী তাও জানতে চান মীনাদেবী পুরোহিত ও নন্দিতা রায়।

নন্দিতা রায় ও মীনাদেবী পুরোহিতের উত্তরে মেয়র ফিরহাদ জানান, ‘প্রত্যেকটি ওয়ার্ডে সেই সকল মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ, অকারণে তাঁদের মাইনে বন্ধ আছে। আমি এই বিষয় নিয়ে নগরোন্নয়ন থেকে অর্থ দফতরের কাছে প্রস্তাব পাঠিয়ে ছিলাম। পরশু দিন এই সমস্যা মিটেছে।’ তবে আগামী তিন দিনের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন ফিরহাদ।

এরই পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম একশো দিনের টাকা বাড়ানো প্রসঙ্গে মীনাদেবী পুরোহিতকে বিদ্ধ করে বলেন, ‘আগে ১ লক্ষ ৭০ কোটি টাকা আগে কেন্দ্রীয় সরকারের থেকে এনে দিন। আমি তার থেকে ডবল টাকা ১০০ দিনের জন্য দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =