রবিবারের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড বিধাননগর স্টেশনের রেললাইনের পাশের বস্তিতে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকেও। শেষ আপডেট অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
সূত্রে খবর, একটি তুলোর দোকান থেকেই আগুন লেগেছে। আগুনে কমপক্ষে ১০–১২টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। তারা চারিদিক থেকে অগ্নিস্থলটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এককথায়, দমকলকর্মীদের প্রধান লক্ষ্যই হল আগুনকে অ্যারেস্ট করা। কারণ, অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নিতে পারে এই আগুন। এদিকে এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বস্তির ঘরগুলিতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনের তাপে সেগুলিতেও বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি দমকলকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে সেই সিলিন্ডারগুলি বের করে আনার চেষ্টা করা হচ্ছে।পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।
এদিকে দমকলের তরফে জানানো হয়েছে, আগুন দ্রুত অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়। অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজও হচ্ছে। এতে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িগুলির আগুন নেভানোর কাজ চলছে। তবে পাশাপাশি পকেট ফায়ার রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।