ফের ঝুপড়িতে আগুন। এবারের ঘটনাস্থল নিউ আলিপুর। তপসিয়ার বস্তি ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে বাস করছেন ঘর হারানো বাসিন্দারা। তারই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ আগুন। আগুন নেভাতে প্রথমে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আরও আটটি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে।
আগুনের গ্রাসে গোটা ঝুপড়ি এলাকা। তারই জেরে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আগুনের হলকায় কাছে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এমনকী দুর্গাপুর ব্রিজের দু’পাশে আগুনের হলকা অনুভূত হয় বেশ ভালভাবেই। তারই জেরে স্তব্ধ যান চলাচল। এদিকে পাশেই রয়েছে বিপি পোদ্দার হাসপাতাল। ঠিক তার পিছনের বস্তিতে আগুন লাগায় কার্যত চিন্তায় পড়েন সবাই। প্রথমেই আগুন অ্যারেস্ট করাই প্রধান লক্ষ্য় হয়ে দাঁড়ায় দমকল কর্মীদের কাছে। এদিকে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে এলাকায় পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাসরা। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। সেইখান থেকেই কোনওভাবে আগুন ধরে গিয়েছে। এ দিকে পাশেই রয়েছে আবার সেনা ছাউনি। দমকলের পাশাপাশি জওয়ানরাও আগুন নেভানোর কাজে হাত লাগান।