অপরাধমূলক কাজকর্ম রুখতে পাটুলিতে বসল দোতলা কাচের আউটপোস্ট

সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিনই বাইপাস ধরে পাটুলি মোড়ে বাড়ছে জনসমাগম। তবে তারই মাঝে অপরাধমূলক কাজকর্ম রুখতে তৈরি কলকাতা পুলিশও। সেই কথা মাথায় রেখেই  বাড়ানো হল নজরদারিও। পাটুলি বাইপাসে নজরদারি চালাতে তৈরি হল দোতলা কাচের আউটপোস্ট।

গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলি সহ কার্যত সমগ্র কলকাতার একটা গেট-টুগেদারের ভাল জায়গা হয়ে উঠছে পাটুলি বাইপাস। চা এর দোকান থেকে স্ট্রিট ফুড হাজর রকমের স্ট্রিট ফুডের স্টল এখানে। এদিকে রয়েছে আলোর কারুকাজ। যা নজর কাড়ে সবারই। এই সব কিছুকে উপভোগ করতে বেশ রাত পর্যন্ত আট থেকে আশির ভিড় লেগেই থাকে পাটুলি মোড়ে। আর সেই কারণেই এই এলাকায় বিশেষ নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। পাটুলি মোড়ে তৈরি হয়েছে দোতলা সমান গড়িয়া ট্রাফিক গার্ডের আউটপোস্ট। যার উদ্বোধন হয় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের হাতে। তিনি বলেন, ‘এবার পুজোতেও যথেষ্ট ব্যবস্থা থাকবে কোন চিন্তার কারণ নেই। ট্রাফিকের তরফে সব ব্যবস্থা নেওয়া হবে। সব সময় দেখেছি পুজোতে অনেক লোক রাস্তায় নামে। দেশ-বিদেশে থেকে প্রচুর লোক আসে কিন্তু ট্রাফিক সচল থাকে। এই ব্যবস্থা এইবারেও থাকবে। গড়িয়া গার্ডের আউটপোস্ট চালু করছি কারন এটি বাইপাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডর, ট্রাফিকের সুবিধা জন্য শুরু করা হল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 8 =