লেকটাউনের দুর্ঘনটার রেশ কাটতে না কাটতে ফের ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। লেক টাউনের পর এবার বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে বছর ২২-এর আশাবুল গাজির। বড়ালির বাসিন্দা ওই যুবক ডেকরেটরের কাজ করতেন। নিত্যদিনের মতই নিজের মোটরসাইকেলেই যাচ্ছিলেন তিনি।
পাশাপাশি পুলিশের তরফ থেকে এও জানানো হয়েছে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে বাইকটি যাওয়ার পথে বিবিরহাটের কাছে ঘটে এই দুর্ঘটনা। পিছন থেকে একটি লরি বাইকে ধাক্কা মারতেই আচমকা ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন আরোহী আশাবুল। চলে যান লরির তলায়। তাঁর পা ও কোমরের অংশের উপর দিয়ে চলে যায় লরি। এরপর দ্রুত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা অত্য়ন্ত খারাপ থাকায় সেখান থেকে পাঠানো হয় এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটির খোঁজ করছে পুলিশ।