নিপা আতঙ্কে কাঁপছে কেরল। চিন্তায় ঘুম উড়ছে প্রশাসনের। এবার সেই নিপাই বাংলা হাজির হল কি না তা নিয়ে কপালে গভীর ভাঁজ রাজ্য প্রশাসনের। কারণ, নিপায় আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি এক বছর ছাব্বিশের যুবক। অসুস্থ রোগী কেরলের পরিযায়ী শ্রমিক বলে খবর। সূত্রে খবর, মঙ্গলবার বিকালে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে এই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। কেরলের এর্নাকুলামে কাজে গিয়েছিলেন তিনি।আর সেখান থেকে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল। তবে তিনি নিপারই কবলে পড়েছেন কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে বলেও জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর তা নিশ্চিত হতেই নাইসেডে হতে পারে নমুনা পরীক্ষা, এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্যভবন সূত্রে। করোনার পর এই নিপা আতঙ্কে রয়েছেন সবাই-ই। কারণ, বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোভিডের থেকেও ৪০ গুণ বেশি প্রাণঘাতী এই নিপা ভাইরাস। তাতেই বাড়ছে আরও ভয়।