কলকাতা পুরসভার জলের কল থেকে বেআইনিভাবে পাইপের মাধ্যমে জলের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাহুল দুবে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে জোড়াবাগান থানার অন্তর্গত পোস্তা পেট্রোল পাম্পের কাছে ২৭ মহর্ষি দেবেন্দ্র নাথ রোডে। এদিকে স্থানীয় সূত্রে খবর, এলাকায় বাড়ির ভিতরে যে জলের কলগুলি রয়েছে সম্প্রতি সেগুলি দিয়ে নোংরা জল আসছিল। কেন এমনটা হচ্ছে তা বুঝতে পারছিলেন না কেউই। জলের ট্যাঙ্কে কোনও সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করেছিলেন বাড়ির বাসিন্দারা। এরপরই প্রশাসনের তরফে জোড়াবাগানের ২৭ নম্বর মহর্ষি দেবেন্দ্র রোডের কাছে থাকা ওই বাড়িটির বাসিন্দাদের নিজেদের পাইপ থেকে জল নিতে নিষেধ করা হয়। সঙ্গে এও বলা হয়, আপাতত কলকাতা পুরসভার ফুটপাতের জলের কল থেকে জল নেওয়ার জন্য।পাশাপাশি এও বলা হয়, চালানো যাবে না মোটর পাম্প। যে সময়ে জল আসবে, শুধু সেই সময়ে জল নেওয়া যাবে। সূত্রের খবর, এই বাড়িতে তিন মাস আগে ভাড়া নিয়ে আসেন বছর পঁয়ত্রিশের রাহুল দুবে। তাঁর দুই কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। প্রত্যেকের বয়স দুই থেকে আট বছরের মধ্যে। রাহুল এদিন বাড়ির যে সুইচ বোর্ড থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে ওই জলের কল থেকে জল নিতে গিয়েছিলেন প্লাস্টিকের পাইপের মাধ্যমে। তখনই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সুইচ বোর্ডেই সমস্যা ছিল। যে কারণে মোটর চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এলাকার বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে কলকাতা মেডক্যাল কলেজে নিয়ে গেলেও লাভ হয়নি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে বাড়ির অন্যান্য বাসিন্দারাও। ঘটনার বেশ কিছুক্ষণ পর এলাকার বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত ঘটনাস্থলে আসেন।