শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা!বৃহস্পতিবার সকালে যতীন দাস পার্কে অবস্থিত এক পরিত্যক্ত বাড়িতে লাগে আগুন। আর সেই আগুনে পুড়ে ছাই একাধিক ঘর। ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন।
এদিকে এদিন সকাল ছ’টা নাগাদ আগুন লাগে হাজরা মোড়ের কাছে একটি দোতলা বাড়িতে। ভগ্নদশা অবস্থা বাড়ির। তবে বাড়িতে আসবাব পত্র ছাড়া আর কিছু ছিল না। যার উপরের তলায় লাগে এই আগুন। এই বাড়ির একদিকে পেট্রোল পাম্প অন্যদিকে রেস্তোরাঁ এবং আরও পুরনো বাড়ি। কিছুটা দূরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এদিকে স্থানীয়রা জানান, পারিবারিক বিবাদে পরিত্যক্ত বাড়ি। প্রায়শই নেশা করতে লোকজন ঢুকত এই পরিত্যক্ত বাড়িতে। রাতের বেলাতেও তাদের আস্তানা ছিল। এরপর বৃহস্পতিবার আচমকা বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। তারপরই দমকলকে খবর দেন। কারণ, যে জায়গায় বাড়িটি রয়েছে তা জনবহুল এলাকা। আশেপাশেও অনেকের বাড়ি। তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল।
তবে কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। এদিকে দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ৪০ মিনিট। এরপর চলে কুলিংয়ের কাজ। ঘটনায় হতাহতের কোন খবর নেই।