রাজনীতির মাঠে পা রেখেই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে ‘তালপাতার সেপাই’ কটাক্ষ করার পাশাপাশি চ্যালেঞ্জ করে জানালেন, ‘ডায়মন্ড হারবারে নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব।’ এরই পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, ‘অনেকে তাঁকে সেনাপতি বলেন। কীসের সেনাপতি উনি। কটা যুদ্ধ জয় করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই তালপাতার সেপাইয়ের জন্যই তৃণমূলে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত।’ এরই পাশাপাশি অভিজিৎ এদিন এ ইঙ্গিতও দেন, তিনি লোকসভা ভোটে দাঁড়াতেও পারেন। জল্পনা চলছে তাঁর তমলুক কেন্দ্রে দাঁড়ানো নিয়ে। তবে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কথাবার্তা শুনে জল্পনা শুরু হয়েছে, তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন কি না তা নিয়ে। এমনকি এই প্রশ্নের জবাবে অভিজিৎ এও জানান, ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে ওকে হারাব। তবে তিনি অভিষেকের নাম শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রাক্তন বিচারপতি বলেন, একটা নাম আমি উচ্চারণ করতেই চাই না। কারণ আমি তাঁকে রাজনীতিক বলেই মনে করি না। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত।
অভিষেক এর আগে অভিজিতের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা অন্য এজলাসে সরিয়ে নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তা নিয়ে প্রশ্ন করতেও ক্ষুব্ধ অভিজিৎ জবাব দেন, ‘ওই একটা নাম আমি উচ্চারণ করতেই চাই না। কারণ আমি তাঁকে রাজনীতিক বলেই মনে করি না। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত। ডায়মন্ড হারবারে ওই তালপাতার সেপাই দুবৃত্ত দল তৈরি করেছে।’ তবে তিনি মমতার প্রশংসা করে বলেন, ‘উনি সিজনড পলিটিশিয়ান।’ তবে এবারের লোকসভা নির্বাচন নিয়ে অভিজিত্ের হুঁশিয়ারি, ‘এবারের ভোটে তৃণমূল রিগিং করতে পারবে না। মানুষ রুখে দেবে। আমিও বলছি, বিভিন্ন এলাকায় যে সব দুর্বৃত্ত আছে, তারা সরে যান।’