বিজেপিতে যোগ দেওয়ার পথে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলায় একের পর এক কড়া পর্যবেক্ষণ দিতে দেখা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর নির্দেশেই নিয়োগ সংক্রান্ত মামলায় শুরু হয়েছিল সিবিআই ও ইডি তদন্ত। সেই প্রাক্তন বিচারপতি এবার রাজনীতির ময়দানে। আজ বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে পদ্মের পতাকা হাতে তুলে নেওয়ার কথা তাঁর। এদিকে সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে নিয়ে যেতে তাঁর বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। হাতে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অগ্নিমিত্রা জানান, ‘অভিজিৎ বাবুকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’
শুধু অগ্নিমিত্রাই নন, এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলীয় কার্যালয়ে নিয়ে আসতে তাঁর বাড়িতে যান বিজেপি নেতা সজল ঘোষও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সজল ঘোষ বলেন, ‘মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতো। ওঁকে পেলে বিজেপি সমৃদ্ধ হবে। অন্যায়ের বিরুদ্ধে ওঁর যে লড়াই, তার একটা বড় প্ল্যাটফর্ম পেয়ে যাবেন তিনি।’
এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে জল্পনা শুরু হয়েছে, লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে কি না বা দেওয়া হলেও কোন কেন্দ্র থেকে তা নিয়ে। এদিকে এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর মেলেনি এখনও। তমলুক কেন্দ্রে তাঁকে টিকিট দেওয়া হতে পারে বলে বেড়েছে জল্পনা। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘দল চাইলে ভোটে লড়ব, নাহলে যেখানে দল কাজ দেবে, সেখানে কাজ করব।’