ভিনেশকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় অলিম্পিকের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনেশ ফোগাট। বুধবার তাঁর ফাইনালে নামার কথা ছিল। অনেক পরিশ্রম করার পরও ওজন বেশি থাকায় স্বপ্নভঙ্গ হয় ভিনেশের। ইতিমধ্যেই তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আরও এক পা বাড়িয়ে বুধবার এক্স মাধ্যমে বিনেশকে সমর্থন জানিয়ে অভিষেক লেখেন, ‘বিনেশকে ভারতরত্ন দেওয়া যায় কি না, তা বিবেচনা করা হোক। অথবা ভিনেশকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ পদের জন্য বেছে নেওয়া হোক।’
উল্লেখ্য, বিনেশ থেকে সাক্ষী মালিকদের অভিযোগে বিজেপিকে অস্বস্তির মুখে পড়তে হয়েছিল। সেই বিনেশের অলিম্পিকের স্বপ্ন অধরা রয়ে গেল। এই মর্মে ইতিমধ্যেই বক্তব্য রাখতে শুরু করেছে তৃণমূলের একাংশ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কেন্দ্র এবং বিজেপির ওপর চাপ বাড়াতেই এহেন দাবিতে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
গত বছর যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন ভারতীয় কুস্তিগিররা। এরপর যন্তর মন্তরে অনশন বিক্ষোভেও বসেন তাঁরা। এঁর মধ্যে ছিলেন পদকজয়ী সব কুস্তিগিররা। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ সরণ সিং-এর বিরুদ্ধেই তাঁরা অভিযোগ তুলেছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে দেখা যায় তাঁদের। এঁদের মধ্যে ছিলেন ভিনেশ ফোগাটও।