নোটবন্দির ঘটনায় স্পিকারকে তোপ অভিষেকের

সংসদে আগুন ঝরালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার অভিষেককে দেখা গেল নিজের ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রকে তুলধোনা করেন। বাজেট নিয়ে সংসদের নিম্নকক্ষে আলোচনার সময় নোটবন্দি নিয়ে বিজেপিকে বিদ্ধ করতে দেখা গেল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। এদিন অভিষেক বলেন, ২০১৬ সালে নোটবন্দির ঘটনা ঘটেছিল। তারপর তো ২০১৯ সালও পেরিয়ে গিয়েছে। এই প্রসঙ্গেই ক্ষোভের সঙ্গে এদিন অভিষেককে বলতে শোনা যায়, যে বিজেপি যখন ১৯৭৫ সালের এমার্জেন্সি নিয়ে কথা বলে, তখন চুপ করে থাকেন স্পিকার। অথচ তিনি ২০১৬ সালের ঘটনা বলতেই তাঁকে থামানোর চেষ্টা করছেন। আমি আট বছর আগের নোটবন্দি নিয়ে বলতেই আপনি বলছেন যে বর্তমান বিষয় নিয়ে কথা বলুন। স্যার, এই পক্ষপাতিত্ব চলবে না।  বিপ্লব দেব ৫০ বছরের পুরনো এমার্জেন্সি নিয়ে কথা বলছিলেন, তখন আপনি চুপ করেছিলেন।

বাজেটে বাংলাকে বঞ্চনা করা নিয়েও সরব হন অভিষেক। এনডিএর দুই প্রধান শরিকদল টিডিপি এবং জেডিইউ শাসিত দুই রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই ইস্যুতেই অবিজেপি রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, এই বাজেটে ৩টি রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। তা হল তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এরই রেশ ধরে অভিষেক এও বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ-এর মন্ত্র ভুলে ‘জো হামারে সাথ, হম উনকে সাথ’ মন্ত্রে চলছে। বাংলার বিরোধী দলনেতা নিজেই একথা বলেছেন। লোকসভা, রাজ্যসভায় বিজেপির একজনও মুসলিম সদস্য নেই। সংসদে বৈচিত্রের অভাবে। অভিষেক মোদি সরকারের স্লোগান আচ্ছে দিন আয়েঙ্গে প্রসঙ্গে বলেন,আচ্ছে দিনের ১০ বছরে আজ ৪০ টাকা আলুর দাম, হাজার টাকা গ্যাসের দাম। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বিজেপির আচ্ছে দিনে। বিজেপির ১০ বছরে বেকারত্ব, ৫০ বছরের রেকর্ড ভেঙেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =