শেষ হল এবিপি আনন্দের ‘সেরা বাঙালি ২০২৩’

ভারতের শীর্ষস্থানীয় বাংলা নিউজ চ্যানেল এবিপি আনন্দের তরফ থেকে করা হল তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সেরা বাঙালি ২০২৩’।  ‘সেরা বাঙালি ২০২৩’-এর এই অনুষ্ঠানে  সাহিত্য, বিজ্ঞান, চলচ্চিত্র, সঙ্গীত, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া এবং শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলার নয়জন বিশিষ্ট ব্যক্তিত্বের অসামান্য সাফল্যকে তুলে ধরা হয়।

সেরা বাঙালি ২০২৩ এ যে ৯ জন বিশিষ্ট ব্যক্তি যাঁরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র, তাঁদের সেই উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় এবিপি-র তরফ থেকে। এঁরা হলেন,

 

  • চঞ্চল চৌধুরী – অভিনয়
  • ইমন চক্রবর্তী – সঙ্গীত
  • মাসুদ আহমদ – সাহিত্য
  • অঞ্জন চট্টোপাধ্যায় – ব্যবসা
  • সুব্রত চৌধুরী – শিল্প
  • আইহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায় – স্পোর্টস
  • ধৃতিমান চট্টোপাধ্যায় – লাইফটাইম অ্যাচিভমেন্ট
  • দেবোজ্যোতি ধর – সেরার সেরা

এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে এবিপি নেটওয়ারর্কের সিইও অবিনাশ পান্ডে জানান, ‘বাংলার সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক এই সেরা বাঙালি। যেখানে সর্বোৎকৃষ্ট মন ও প্রতিভার অসামান্য অবদানের কথা তুলে ধরেছি। এবিপি আনন্দ এই মঞ্চটি তৈরি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছে, শুধুমাত্র এই বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করার জন্য নয়, আগামী প্রজন্মের মধ্যে একটি বিশেষ বার্তা দেবে যা তাদের পথ খুঁজে পেতে সাহায্য করবে।

এই অনুষ্ঠান প্রসঙ্গে এবিপি নেটওয়ার্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে জানান,  ‘বাঙালি ব্যক্তিত্বদের অতুলনীয় অর্জনকে স্বীকৃতি ও স্বীকৃতি প্রদানে আমাদের অঙ্গীকারের আরও একটি মাইলফলক এই ‘সেরা বাঙালি’। আমরা পুরস্কারপ্রাপ্তদের তাদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।’

সেরা বাঙালি -২০২৩ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে বন্ধন ব্যাংক, অনমোল বিস্কুট, আর ডাবর চ্যবপ্রানশ। সঙ্গে বাই স্পন্সর হিসেবে ছিল সাহাবাবুর আদি ঢাকেশ্বরী, শালিমার শেফ স্পাইসেস, ডিয়ার গভর্নমেন্ট লটারি এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, পার্টনারশিপে স্যালিকল অল্টিয়াস, মিও অ্যামোরে, মেহাই এলইডি, স্প্যার্কস এবং  জেড ব্ল্যাক প্রিমিয়াম আগরবতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =