ফের বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা চিংড়িঘাটার কাছেই। নাইট শিফট সেরে শনিবার সকালে বাড়ি ফিরছিলেন এক তরুণী। অ্যাপ ক্য়াবের পিছনের সিটে থেকে ছিটকে সামনে পড়ে যান তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ৫টা ৫০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী নাইট শিফটে কাজ সেরে বেরিয়ে ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন। তাঁকে গাড়িতে তুলে দ্রুতগতিতে সেক্টর ফাইভ থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল ওই ক্যাব। পিছনের সিটে বসেছিলেন ওই তরুণী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামনে থাকা সিগনাল ‘রেড’ হয়ে যাওয়ায় ক্যাব গাড়িটির সামনে থাকা একটি ম্যাটাডোর এমার্জেন্সি ব্রেক কসে। ক্যাব তখন উচ্চগতিতে ছুটছিল, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও ম্যাটাডোরের পিছনে সজোরে ধাক্কা মারে।
ক্যাব গাড়িটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পান চালক। কিন্তু দুর্ঘটনার জেরে পিছনের সিটে বসে থাকা তথ্য প্রযুক্তি সংস্থার ওই কর্মী ছিটকে গাড়ির সামনে চলে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।