রাজ্য নির্বাচন কমিশনের সূত্রে সামনে এল স্পর্শকাতর বুথের পরিসংখ্যান

২২ জেলায় পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে স্পর্শকাতর বুথের যে তালিকা সামনে আনা হয়েছে তাতে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে কোচবিহারে। এরপরই আসছে হাওড়া ও পুরুলিয়ার নাম। উল্লেখযোগ্যভাবে যে দক্ষিণ ২৪ পরগনায় এখনও প্রতি নিয়ত অভিযোগের আঙুল উঠছে, সেই জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই কম। এখানে বলে রাখা শ্রেয়, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ৬১ হাজার ৬৩৬টি পোলিং স্টেশন বা বুথ। এরমধ্যে ৪ হাজার ৮৩৪টি স্পর্শকাতর বুথ। শতাংশের নিরিখে ৭.৮৪।

২২ জেলায় স্পর্শকাতর বুথের যে তালিকা কমিশন সূত্রে পাওয়া গিয়েছে তাতে

কোচবিহার: ২৩৮৫ বুথের মধ্যে স্পর্শকাতর ৩১৭টি।  অর্থাৎ, শতাংশের বিচারে  ১৩.২৯ শতাংশ

হাওড়া: ৩০৩১ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৫৩টি।  অর্থাৎ, শতাংশের বিচারে ১১.৬৫ শতাংশ

পুরুলিয়া: ২৪০৫ বুথের মধ্যে স্পর্শকাতর ২৫৩টি। অর্থাৎ, শতাংশের বিচারে ১০.৫২ শতাংশ

মুর্শিদাবাদ: ৫৪৩৮ বুথের মধ্যে স্পর্শকাতর ৫৪১টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৯.৯৫ শতাংশ

নদিয়া: ৩৮৯৬ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৭৩টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৯.৫৭ শতাংশ

মালদহ: ৩০৩৫ বুথের মধ্যে স্পর্শকাতর ২৭০টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৮.৯০ শতাংশ

পূর্ব বর্ধমান: ৩৯৩৩ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৪২টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৮.৭০ শতাংশ

পূর্ব মেদিনীপুর: ৪১২৮ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৫৬টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৮.৬২ শতাংশ

বীরভূম: ২৭৬৮ বুথের মধ্যে স্পর্শকাতর ২২৮টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৮.২৪ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনা: ৬২২৬ বুথের মধ্যে স্পর্শকাতর ৫০২টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৮.০৬ শতাংশ

পশ্চিম মেদিনীপুর: ৩৮৬৭ বুথের মধ্যে স্পর্শকাতর ৩০৫টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৭.৮৯ শতাংশ

দক্ষিণ দিনাজপুর: ১২২৩ বুথের মধ্যে স্পর্শকাতর ৮৪টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৬.৮৭ শতাংশ

উত্তর ২৪ পরগনা: ৪৫৩২ বুথের মধ্যে স্পর্শকাতর ২৫৮টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৫.৬৯ শতাংশ

হুগলি: ৩৮৫১ বুথের মধ্যে স্পর্শকাতর ২০৯টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৫.৪৩ শতাংশ

দার্জিলিং: ৫১৪ বুথের মধ্যে স্পর্শকাতর ২৭টি। অর্থাৎ, শতাংশের বিচারে  ৫.২৫ শতাংশ

উত্তর দিনাজপুর: ২১২৬ বুথের মধ্যে স্পর্শকাতর ১০৮টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৫.০৮ শতাংশ

জলপাইগুড়ি: ১৬৬০ বুথের মধ্যে স্পর্শকাতর ৭৪টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৪.৪৬ শতাংশ

ঝাড়গ্রাম: ১০৪৫ বুথের মধ্যে স্পর্শকাতর ৪৫টি। অর্থাৎ, শতাংশের বিচারে৪.৩১ শতাংশ

বাঁকুড়া: ৩১০০ বুথের মধ্যে স্পর্শকাতর ১১৬টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৩.৭৪ শতাংশ

পশ্চিম বর্ধমান: ৯৯৮ বুথের মধ্যে স্পর্শকাতর ৪০টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৪.০১ শতাংশ

কালিম্পং: ২৬৩ বুথের মধ্যে স্পর্শকাতর ৮টি। অর্থাৎ, শতাংশের বিচারে ৩.০৪ শতাংশ

আলিপুরদুয়ার: ১২১২ বুথের মধ্যে স্পর্শকাতর ২৫টি। অর্থাৎ, শতাংশের বিচারে ২.০৬ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + ten =