শনিবার থেকে ফের খুলছে অ্যাক্রোপলিস মল

প্রতীক্ষার অবসান ৷ বেশ ক’দিন বন্ধ থাকার পর অবশেষে ফের খুলতে চলেছে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মল ৷ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনার ৪৯ দিনের মাথায় খুলতে চলেছে শহরবাসীর অত্যন্ত প্রিয় হ্যাংআউট এবং শপিংয়ের জায়গা অ্যাক্রোপলিস মল ৷ শনিবার ৩ অগাস্ট থেকে ফের জনসাধারণের জন্য খুলে যাচ্ছে মলটি, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ ৷

শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷

অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, ‘আমরা দমকল বিভাগের কাছ থেকে অনুমতি পেয়ে ৩ অগাস্ট মলটি আবার চালু করছি। তবে, সংস্কার কাজের কারণে কিছু ব্র্যান্ড কয়েকদিন পরে চালু হবে। প্রায় ৯০ শতাংশ মল খোলা থাকবে। আমরা অনুমতি পেয়েছি ২৯ জুলাই দমকল বিভাগের থেকে ৷ তারপর থেকে আমরা ৩ অগাস্ট মলটি পুনরায় খোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি ৷ সিনেমা হল এবং ফুড কোর্ট-সহ অন্যান্য বেশিরভাগ স্টোরগুলিই ৩ অগাস্ট থেকে চালু হবে ৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =