ঘূর্ণাবর্তের স্পর্শেই সক্রিয় বর্ষা। তার জেরে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। হবে ভারী বৃষ্টিপাত। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকেও
দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। উপকূলের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে ৷ একই সঙ্গে জানতে পারা গিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ ফলত পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷
রবিবার বিক্ষিপ্ত ভারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সারা বাংলাতেই দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত পরিমাণে সক্রিয়। সেই কারণেই এই বৃষ্টিপাতের পরিমাণ বুধবার বাড়বে। এই মৌসুমি অক্ষরেখা বিকানির, শিবপুরি, জামশেদপুর, কাঁথির উপর দিয়ে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। অন্যদিকে উত্তর ছত্তিসগঢ়, পঞ্জাব, উত্তর–পূর্ব অসম নিয়ে ৩টি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এর জেরে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া ৷ মঙ্গলবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ–সহঝড়বৃষ্টিহতেপারে৷
এরপরে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ৷
রবিবারের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে ৷ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৷ রবিবার কলকাতার র্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.৯মিলি৷