রাখির অসুস্থতা ড্রামা বলে দাবি আদিলের

ড্রামা কুইন’ এবং ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী রাখি সওয়ান্ত তীব্র বুকে ব্যথার নিয়ে মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার, তাঁর প্রাক্তন স্বামী রীতেশ কুমার রাখির হেলথ আপডেট দিতে গিয়ে অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন তিনি। এই রকম পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান। তাঁর দাবি, কুকর্ম ফাঁস হয়ে যাওয়া ভিডিয়ো মামলায় জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে অসুস্থতার নাটক করছেন।

এই প্রসঙ্গে রাখি সাওয়ান্তের আইনজীবী ফাল্গুনী আদিলের এই দাবিকে মান্যতা দিতে একেবারেই রাজি নন। তাঁর স্পষ্ট বার্তা, প্রচারের আলোয় থাকতে আদিল এই ধরনের কথা বলছেন। রাখি সত্যিই অসুস্থ। মেডিক্যাল ইমার্জেন্সিতে রয়েছেন। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, আদিল ভাবছেন রাখি নাটক করছেন। আদালতে হাজিরার দিন যত এগিয়ে আসছে রাখি ইচ্ছেকৃত গুজব ছড়াচ্ছেন। কিন্তু, আদতে বিষয়টা একেবারেই সেইরকম নয়। খুব শীঘ্রই অস্ত্রোপচার হবে। জরায়ুতে টিউমারের সঙ্গে হৃদরোগের সমস্যাও রয়েছে যে কারণে বুকে ব্যথা হচ্ছে রাখির। আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই আদালতে হাজিরার তারিখ রয়েছে। দিন যত এগিয়ে আসছে রাখির আইনজীবীরা আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের নির্দেশও সম্পূর্ণ মেনে চলা হবে। রাখি পালিয়ে যাচ্ছেন এমনটা ভাবার কোনও কারণ নেই। সঠিক সময়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। খুব তাড়াতাড়ি রাখি আদালতে হাজিরা দেবেন।’

এরই পাশাপাশি আদিল প্রসঙ্গে রাখির আইনজীবী বলেন, ‘আদিল সকলের নজরে আসতে চাইছেন। গত বছর সব টেস্ট হয়েছে বলেও আদিল বলেছেন। ছয় মাস তো আদিল জেলে ছিল। রাখি যে সময় তাঁর মেডিক্যাল টেস্টগুলো করিয়েছেন তখন আদিল ওঁর সঙ্গেও ছিলেন না। আদিল যেমনটা বলছেন রাখি জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে অসুস্থতার নাটক করছে সেটা একেবারেই ভিত্তিহীন অভিযোগ। রাখি আদালতে ঠিকই আসবেন। ওঁর বিচার করবেন আদালত আদিল নয়। শুধুমাত্র পাবলিসিটির জন্য আদিল এসব করছেন।’

প্রসঙ্গত, রাখি সওয়ান্তের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের (আইটি আইন) ধারা ৬৭(এ) পাশাপাশি মানহানি এবং অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৫০০, ৫০৪ এবং ৩৪-এর অধীনে মামলা করা হয়েছে। রাখির বিরুদ্ধে নিজের ব্যক্তিগত ভিডিয়ো ভাইরাল করার অভিযোগও তুলেছেন প্রাক্তন স্বামী আদিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =