সুশান্ত ঘোষকে গুলি চালনার ঘটনায় মাস্টারমাইন্ডকে শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে ধরেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ইকবাল ওরফে আফরোজের তপসিয়ার গুলশন কলোনিতে রয়েছে ফ্ল্যাট, এমনটাই সূত্রে খবর। পুলিশের অনুমান, এই ফ্ল্যাটে বসেই সুশান্ত ঘোষের উপর ছক কষা হয় হামলার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর থেকেই বন্ধ আফরোজের ফ্ল্যাট। বেপাত্তা গোটা পরিবার।
এদিকে সূত্রে এ খবরও মিলছে, গুলজারের মোট তিনটি ফ্ল্যাট রয়েছে। দু’টি ফ্ল্যাটে ভাড়া দিয়ে রেখেছে। একটিতে তার বাবা-মা এবং বোনেরা থাকতেন। সেখানে মাঝে-মাঝে দেখা করতে আসত সে। আরও একটি ফ্ল্যাট অন্য একটি আবাসনে। সেখানে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত সে। শুক্রবার সকাল পর্যন্ত প্রতিবেশীরা দেখতে পেয়েছে আফরোজকে। শনিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে তার স্ত্রী এবং সন্তানকে। কিন্তু তারপর থেকেই তালা বন্ধ ঘর। কারও দেখা নেই। এদিকে প্রতিবেশীদের মধ্যে একজন জানান, এখানে ওঁরা দেড় দু’বছর ধরে আছে। দুটো ঘরে ভাড়া দিয়েছে। দশ পনেরো দিন আগে এসেছিল। বলল ঘুরতে এসেছি।’