আরজি করের ঘটনায় রায় ঘোষণার পর বিরোধীদের বিদ্ধ করলেন কুণাল

৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ধর্ষিত এবং খুন হন চিকিৎসক পড়ুয়া। এই ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। আরজি কর মামলায় পুলিশ গ্রেফতার করে সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রাইকে। পরে হাইকোর্টের রায়ে আরজি কর মামলা পুলিশের হাত থেকে যায় সিবিআইয়ের হাতে। অবশেষে ১৮ জানুয়ারি শিয়ালদহ কোর্টে দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়।

এই রায় প্রসঙ্গে কলকাতা পুলিশের ভূমিকার প্রশংসা করে কুণাল ঘোষ বলেন, ‘ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেখানে তদন্তের অভিমুখ ঠিক ছিল সেটা আবার প্রমাণিত হল। কেউ কেউ রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। সিবিআই তদন্তে কলকাতা পুলিশের তদন্ত মান্যতা পেল। আজকের রায় প্রমাণ করল কলকাতা পুলিশ ঠিক। মুখ্যমন্ত্রী বলেছিলেন মৃত্যুদণ্ড হবে।’

এই প্রসঙ্গে বিরোধীদের বিদ্ধ করে কুণাল ঘোষ বলেন, ‘বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করতে নানা কথা বলে চলেছেন। আমরা গোড়া থেকে ঘটনার নিন্দা করেছি। ক্যারিয়ার, ব্যক্তিগত ব্যাপার, রাজনৈতিক অ্যজেন্ডা করে আমাদের ব্যক্তিগত আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে যথাযথ তদন্ত শুরু করেছিলেন। কুৎসা আর মিথ্যা যারা বলেছেন, তারা আজ বুঝতে পারছেন।’

এরই পাশাপাশি আরজি কর হাসপাতালে যা ঘটেছে তা নিয়ে যে চরম শাস্তি চায় তৃণমূল সেই কথাও এদিন স্পষ্ট করে কুণাল জানান, “আমরা ফাঁসি চাই। আরজি করের পরেও যে ঘটনা ঘটেছে তাতেও আমরা ফাঁসি চেয়েছি। সেখানেও ফাঁসি চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =