কলকাতার ওপর জঞ্জালের চাপ বাড়ল। কলকাতা পুরসভা সূত্রে খবর, হাওড়ার বেলগাছিয়া কাণ্ডের জেরে এবার প্রতিদিন হাওড়া থেকে ৩০০ মেট্রিক টন বর্জ্য আসবে ধাপায়। সঙ্গে এও জানা যাচ্ছে, ২০২৪ সাল থেকে পানিহাটির জঞ্জালও এই ধাপাতেই এনে ফেলা হচ্ছে।
বেলগাছিয়ার ভাগাড় এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে চরম দুর্ভোগে সেখানকার মানুষ। ফাটল নজরে আসার পরই রাতারাতি বাড়ি ছাড়তে হয় তাঁদের। এমনকী আকাশের নিচে ত্রিপল খাটিয়ে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধানে মঙ্গলবার বৈঠকে বসে পুর ও নগরোন্নয়ন দফতর। সূত্রের খবর, সেখানেই এই আবর্জনা ফেলার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে বলে খবর। এছাড়াও হাওড়ার বাকি ২৫০ টন বর্জ্য আপাত ফেলা হবে বৈদ্যবাটি পুরসভায়। কলকাতা পুরসভা সূত্রের খবর, হাওড়া থেকে আসা বর্জ্য আপাতত ধাপার জৈব সার কারখানায় ফেলা হবে। সেখানে জঞ্জাল পুনর্নবীকরণের কাজ হবে।
তবে যেভাবে কলকাতার ধাপায় আবর্জনার চাপ বাড়ছে তাতে এভাবে আর কতদিন প্রতিবেশী পুরসভার জঞ্জালের বোঝা বওয়া যাবে, তা নিয়ে সন্দিহান পুরকর্তারা। পুরসভার এক কর্তা বলেন, আবর্জনার চাপ কমাতে রাজারহাটের পাথরঘাটায় নতুন প্রসেসিং ইউনিট তৈরি হচ্ছে। তবে সেটি তৈরি না হওয়া পর্যন্ত ধাপার চাপ বাড়বে বৈ কমবে না। কারণ, বর্তমানে বিধাননগর, নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি এবং পানিহাটি মিলিয়ে প্রায় ১০ লক্ষ মেট্রিক টন বর্জ্য ধাপায় জমে। এবার সেই সঙ্গে প্রতিদিন জমা হবে হাওড়ার বিস্তীর্ণ এলাকার জঞ্জালও।