স্বাস্থ্য, শিক্ষার পর এবার টলিপাড়াতেও থ্রেট কালচারের ঘটনা। দীর্ঘদিন কাজ না পেয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের এক হেয়ার ড্রেসারের। অভিযোগ তাঁর হাত থেকে একের পর এক কাজ কেড়ে নিতে থাকে হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের লোকজন। কাজ হারিয়ে দীর্ঘদিন থেকেই হতাশায় ভুগছিলেন তনুশ্রী দাস নামে ওই হেয়ার ড্রেসার। সেই অবসাদ থেকেই শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার করা চেষ্টা করেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সঙ্গে এও জানানো হয়েছে, শনিবার রাত আটটা নাগাদ বাড়ির বাথরুম ঢুকেছিলেন তনুশ্রী দেবী। কিন্তু, দীর্ঘক্ষণ না বেরোনোয় সন্দেহ হয় মেয়ে অঙ্কিতার। দরজার কাছে যেতে কেরোসিনের গন্ধ পায়, দরজা ভেঙে উদ্ধার করে মাকে। এরপরই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। এরপর থেকেই ভর্তি বাঙ্গুর হাসপাতালে। এদিকে সূত্রে খবর, হেয়ার ড্রেসার গিল্ড তনুশ্রী দেবীকে তিন মাসের জন্য কাজ থেকে সাসপেন্ড করে। পরবর্তীকালে তাঁকে বলা হয় গিল্ড যে কাজ দেবে সেই কাজই শুধু তিনি করতে পারবেন। বাইরে থেকে কোনও কাজ নিয়ে এলে তিনি করতে পারবেন না। এরইমধ্যে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবির জন্য বড় কাজের অফার তিনি পান। যদিও শেষ পর্যন্ত সেখানেও বাধা আসে। একদিন আগে জানতে পারেন ওই কাজও তিনি করতে পারবেন না। গিল্ডের তরফেই তাঁকে এ কথা নাকি তাঁকে জানানো হয়। গিল্ডের কাছ থেকে একথা শোনার পরেই চরম হতাশায় ভুগতে থাকেন তনুশ্রী দেবী। অস্থির পরিস্থিতি তৈরি হয় বাড়িতে। কিন্তু, তারমধ্যে যে তিনি একেবারে আত্মহত্যা করার চেষ্টা করে ফেলবেন তা ভাবতে পারছে না কেউই। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে দশজনের নামও রয়েছে বলে খবর। তার ভিত্তিতে রাতেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অন্যদিকে রাতেই তনুশ্রী দেবীকে দেখতে হাসপাতালে যান সহকর্মীরা। তাঁদের অভিযোগও একই। গিল্ডের দাদাগিরি এবং শাসানির কথা শোনা গেছে তাঁদের গলাতেও।