কুণাল ঘোষের পর সোমে দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের দুই নেতাই পরপর দুই দিনে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদে হিংসার দায় ঠেললেন বিজেপির উপর। এর পাশাপাশি সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নে পাল্টা বিজেপি শাসিত রাজ্যের কথা টেনে আনতেও দেখা যায় দেবাংশুকে। আর এই প্রসঙ্গে বক্তব্য় রাখতে গিয়ে একটি সমীক্ষার কথা উল্লেখ করে দেবাংশুর দাবি,বিজেপি শাসিত রাজ্যে লাফিয়ে বেড়েছে ধর্মীয় অশান্তি।
এর পাশাপাশি সোমবার দেবাংশু এও বলেন,’২০২৪ সালে ৫৯টি ধর্মীয় অশান্তির মধ্যে ৪৯টিই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশে ঘটেছে ধর্মীয় অশান্তির ঘটনা। ২০২৩ এর তুলনায় ২০২৪ সালে ধর্মের নামে অশান্তি ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’ আর এখানেই দেবংশুর প্রশ্ন, ‘তাহলে যারা পশ্চিমবঙ্গের দিকে যারা আঙুল তুলছেন, তারা কি এর জবাব দেবেন? বিজেপি শাসিত রাজ্যে কেন এমনটা ঘটল?’
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গেও বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে দেখা যায় দেবাংশুকে। বিজেপি শাসিত রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরায় কেন কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে,এদিন সে প্রসঙ্গও তাঁর সাংবাদিক বৈঠকে তোলেন দেবাংশু। আর এই প্রসঙ্গে দেবাংশুর প্রশ্ন, ‘তাহলে ত্রিপুরাতেও কি আইনশৃঙ্খলা ফেল? সঙ্গে এও জানান, ‘২০২০-তে দিল্লিতে নির্বাচন হয়েছে। তার ঠিক আগে ১০ দিন ধরে সিএএ প্রতিবাদে দাঙ্গায় দিল্লি স্তব্ধ হয়েছিল। সেখানের আইনশৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। কোনও ব্যবস্থা হয়নি।’
এর পাশাপাশি বিজেপি শাসিত অসমের কাছাড়েও ওয়াকফ নিয়ে অশান্তি হয়েছে বলে দাবি দেবাংশুর। এরাজ্যে মমতার প্রশাসন, পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আয়ত্তে এনেছে বলেও দাবি তৃণমূল নেতার। গতকাল কুণাল ঘোষের সুরে সুর মিলিয়েই দেবাংশু এদিন বলেন, ‘বিজেপি মিথ্যে খবর ছড়িয়ে বর্ডার দিয়ে লোক ঢুকিয়ে বহিরাগত এনে উসকানি দিচ্ছে। বাংলার বলে নিজের রাজ্যের দাঙ্গার ছবি চালাচ্ছে। নিজের কাউন্সিলরের পুলিশকে পেটানোর ছবি তৃণমূল বিধায়ক বলে চালাচ্ছে। বিজেপি কত কুকীর্তি করলে সেটা ভাগ করে নিতে পারে।’
ভুয়ো পোস্ট শেয়ার করার অভিযোগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে বলেও মন্তব্য দেবাংশুর। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে মিথ্যা খবর প্রচারের জন্য হাতজোড় করে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন দেবাংশু। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতার জয় নিয়ে আত্মবিশ্বাসী দেবাংশুর দাবি,’চব্বিশের আগে সন্দেশখালি করতে চেয়েছিল। ছাব্বিশের আগে সুতি ফারাক্কা থেকে শুরু করল। যতই চেষ্টা করুক,সফল হবে না।’