কুণালের পোস্টের পরই শনি-রবিতে ব্লক বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তৃণমূলের অন্দরে একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। প্রতিবারের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাকর্মীদের যোগ দেওয়ার কথা এদিনের সমাবেশে। তাঁদের আসার এবং কলকাতায় থাকা-খাওয়ার প্রস্তুতিও সারা শাসকদলের তরফে। ব্যক্তিগত বাস-গাড়ির মতোই ট্রেনও ওই দিন তৃণমূলকর্মীদের কাছে কলকাতায় আসার এবং সভা শেষে বাড়ি ফিরে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এদিকে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ২০ ও ২১ জুলাই বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। যা নিয়ে শোরগোল পড়ে বঙ্গ রাজনীতিতে।

প্রসঙ্গত, শুক্রবার রেলের তরফে জানানো হয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছিল বাতিল ট্রেনের তালিকাও৷ এর কিছু পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ পোস্টে লেখেন, ‘রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে৷ তালিক দীর্ঘ৷ এই চক্রান্তের তীব্র নিন্দা করছি৷ এভাবে তৃণমূলকে থামানো যাবে না।’

এরপরেই অবশ্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়ে দেন,  ‘ব্লক বাতিল করা হচ্ছে। শিয়ালদহ ডিভিশন সাথে কথা হয়েছে। ব্লক তুলে নেওয়া হচ্ছে। তবে ওই দিন সাহায্যের জন্য আমাদের কাছে চিঠি আসেনি ওই রাজনৈতিক দলের থেকে। আমরা যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করছি।’

কুণালের পোস্টের জন্যই সিদ্ধান্ত বদল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাতিল হচ্ছে না ট্রেন। চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। এরপরেই রেল জানাল, ব্লকের সিদ্ধান্ত বাতিল। ট্রেন চলবে স্বাভাবিক ভাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =