সরস্বতী পুজোর পরই সংগঠনে রদবদলের ইঙ্গিত মমতার

‘আমিই চেয়ারপার্সন, আমিই দশ বছর দল চালাব।’ পূর্ব মেদিনীপুরে কাঁথি সমবায় সমিতির বৈঠকে ঠিক এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের রদবদল নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার। সূত্রের খবর, জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন ‘সংগঠন আমিই দেখব।’ অর্থাৎ এই বার্তা থেকে এটা স্পষ্ট যে দলের রাশ তিনি ছাড়া আরও কারও হাতে দিচ্ছেন না। এই বার্তার পাশাপাশি এ প্রশ্নও উঠছে, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাতে তিনি আদৌ সিলমোহর দেবেন কি না তা নিয়েও।

এদিকে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত পরশুদিন মুর্শিদাবাদে এবং মঙ্গলবার মালদহে দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে একটি বৈঠক সেরেছেন। জানা যাচ্ছে, মালদহ ও মুর্শিদাবাদের রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো মিটলেই এই বদল হবে। আর এই রদবদল তিনি নিজে করবেন। সূত্রের খবর, তিনি বলেছেন ব্লক ও জেলাস্তরে যে রদবদল হবে তা তিনি নিজে করবেন। এমনকী, মালদায় অনুষ্ঠান শেষে মঞ্চের পিছনে তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন সংগঠন তিনিই দেখবেন।

এদিকে তৃণমূলে এই রদবদলের কথা প্রথম বলতে শোনা গিয়েছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি এই জল্পনা আরও একবার উস্কে দেন দলের সেকেন্ড ইন কমান্ড। ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করার দিন ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন ‘রদবদল হবেই’। তারপর থেকে দলে চলছে আলোচনা। কারণ, এর আগে অভিষেক নিজে পারফরমেন্সের ভিত্তিতে। কিন্তু এবার রদবদল কেমন হতে চলেছে বা কে কোন দায়িত্বে থাকবে তা সময়ই বলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =