গ্রেফতারির পরই ভিআইপিদের উডবার্নে ভর্তি হওয়া নিয়ে সরব এসএসকেএমের ডিন

বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়ার পর অসুস্থ হলেই নেতা-মন্ত্রীরা ভর্তি হয়ে যান এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে।  প্রশ্ন একটাই,  ওই নেতা-মন্ত্রীরা কি সত্যিই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কি না তা নিয়ে। এবার আরজি কর কাণ্ডের আবহে নেতা-মন্ত্রীদের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এসএসকেএমের ডিন অভিজিৎ হাজরা। বলেন, অনেক সময় কষ্ট হয়। কিন্তু, সিস্টেমের চাপে তাঁরা মেনে নিতে বাধ্য হন। পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করার পর এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে দেখা গিয়েছে তাঁদের। এমনকি, এসএসকেএম হাসপাতালে ‘কালীঘাটের কাকু’-র দীর্ঘদিন ভর্তি থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসএসকেএম কি হলিডে হোম, উঠেছে সেই প্রশ্ন। ।

গ্রেফতার করা হলেই, নেতাদের এভাবে বারবার ভর্তি হওয়ার বিষয়টি নিয়ে এসএসকে এম ডিনের বক্তব্য, ‘যে কোনও ডাক্তারের পক্ষে, যে কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু, সিস্টেমের চাপে আমরা করতে বাধ্য হই। চিকিৎসক সমাজ বাধ্য হয়। এটা কোনও রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের ব্যাপার নয়। সবক্ষেত্রেই এটা চলছে। সিস্টেমের মধ্যে যারা রয়েছে, তাদের মেনে নিতে হয়। সেটা মাঝে মাঝে পীড়াদায়ক হয়ে ওঠে।’ এরই পাশাপাশি এসএসকেএমকে কেন হলিডে হোম বলে কটাক্ষ শুনতে হবে, এই নিয়েও এদিন দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে।   গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। জুনিয়র ডাক্তাররা টানা আন্দোলন করে চলেছেন। এই অবস্থায় বিভিন্ন মেডিক্যাল কলেজে নানা অভিযোগ উঠে আসছে। একাধিক জায়গায় এসএসকেএমের জুনিয়র ডাক্তার অভীক দের নাম জড়িয়েছে। ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধারের দিন সেখানেও দেখা গিয়েছিল তাঁকে। তিনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁকে সংগঠন থেকে বরখাস্ত করে টিএমসিপি। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে যখন ক্ষোভ বাড়ছে, তখনই উডবার্ন ওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল এসএসকেএম-এর ডিনকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =