ফের ককপিটে লেজার লাইট, কোনওভাবে নিরাপদে অবতরণ বিমানের

দমদম এয়ারপোর্ট এলাকায় লেজার লাইট নিয়ে সমস্যা কোনও ভাবেই মিটছে না। এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে এ ব্যাপারে বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। এদিকে বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। প্রতিদিনই একই ঘটনার মুখে পড়তে হচ্ছে বিমানগুলিকে। বারবার বিপদের মুখ থেকে ফিরে আসছে বিমান। । মাঝ আকাশে এমন পরিস্থিতি কতটা ঝুঁকি ডেকে আনতে পারে, সে কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। লাভের লাভ কিছুই হচ্ছে না। মঙ্গলবার রাতেও ঘটে ফের সেই এক ঘটনা। ককপিটে গিয়ে পড়ে লেজার লাইট, যাতে চোখ ধাঁধিয়ে যায় বিমান চালকের। এরপর কোনও রকমে নিরাপদে অবতরণ করানো হয় এয়ার ইন্ডিয়ার বিমান। এমন ঘটনা এই নিয়ে বেশ কয়েকবার ঘটল। থানাগুলিকে এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও এই পরিস্থিতি তৈরি হওয়ায় উঠছে প্রশ্ন। এদিকে বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে লেজার আলো দেখতে পান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের পাইলট। কলকাতা বিমানবন্দর থেকে কিছুটা দূরে মধ্যমগ্রাম থেকে দেখা যায় ওই আলো। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট সব কর্মীর কাছে পৌঁছয় খবর। এরপর এয়ারপোর্ট ম্যানেজার এয়ারপোর্ট থানায় খবর দেন। এরপর সেখান থেকে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট থানায় সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত,  গত মার্চ মাসেও একই ঘটনা ঘটেছিল। এই মধ্যমগ্রাম থেকেই লেজার লাইট দেখা গিয়েছিল সে বারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =