বনধের সমর্থনে সকাল থেকেই পথে অগ্নিমিত্রা

বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক বিজেপির। বনধের সমর্থনে সকালেই পথে নামেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ভবানীপুরে গাড়ি আটকিয়ে তিনি বনধ পালনের অনুরোধ করেন। বাজারের ভিতরে ঢুকেও দোকানিদের দোকানপাট বন্ধ রাখতে বলেন। ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করে রাস্তায় বসেও পড়েন। এরপর বাজারের ভিতরে এক পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তেও দেখা যায় তাঁকে।

এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় বনধ পালন করার বার্তা দিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। যদু বাজার সংলগ্ন নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে রাস্তায় যানবহন চলাচল বন্ধ করার জন্য চালকদের কাছে আবেদনও জানাতে দেখা যায় তাঁকে। যখন দোকান বন্ধ রাখার অনুরোধ করছিলেন, সেই সময়ই পুলিশ আধিকারিকরা এসে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করেন। এক পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। পুলিশ কর্মীকে প্রশ্ন করেন, ‘কেন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে?“, পাল্টা জবাবে পুলিশকর্মীও বলেন, ‘আপনি কেন দোকান বন্ধ করাচ্ছেন?’ বিজেপি নেত্রী এরপর মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও আক্রমণ করেন। বলেন, “আপনারা গতকাল মারলেন, কাঁদানে গ্যাস চার্জ করলেন। ইট মারলেন সাধারণ মানুষকে। আপনারা পুলিশ বলে যা খুশি করবেন? আপনারা এরকম করতে পারেন না।’

পাল্টা জবাবে ওই পুলিশকর্মী বলেন, ‘পুলিশ কী করেছে, সবাই জানে।’ এরপরই ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় বিজেপি নেত্রীকে। পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা আফগানিস্তান, পাকিস্তান নয় যে আমার মুখ বন্ধ করতে পারবেন। সুপ্রিম কোর্ট বলেছে, আরজি কর কাণ্ডে আপনারা জোর করে কিছু করতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =