আসানসোলে পঞ্চায়েত নির্বাচনী প্রচারে শাসক দলের হাতে আক্রান্ত অগ্নিমিত্রা

পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে ঘিরে উত্তপ্ত হল আসানসোল। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের প্রচার ঘিরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। অন্যদিতে শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপি নেত্রী। ঘটনাটি ঘটেছে রতিবাটি গ্রাম পঞ্চায়েতের চাপুই কোলিয়ারি সংলগ্ন এলাকায়।

অভিযোগ, এলাকায় প্রচারে বেরিয়ে আক্রান্ত হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা তাঁর উপর আক্রমণ করে বলে অভিযোগ। রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি বিনোদ নুনিয়ার নেতৃত্বে তৃণমূলের কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে চড় থাপ্পড় মারে । শুধু তাই নয়, গলার উত্তরীয় পেঁচিয়ে ধরে নেতাদের গলায় ফাঁস লাগিয়ে দিয়ে টানতে দেখা যায় শাসকদলের নেতা কর্মীদের বলে অভিযোগ। এতেই ধৈর্যের বাঁধ ভাঙে বিজেপি কর্মীদেরও। দুই দলের মুখোমুখি হাতাহাতি লেগে যায়। খবর পেয়ে ছুটে আসে রানিগঞ্জ থানার পুলিশ । আইনরক্ষকদের সামনেই চলতে থাকে হাতাহাতি।

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এই কাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল। এলাকায় শাসকদলের এমন তাণ্ডবের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। অন্যদিকে, বিজেপির এই অভিযোগের দায় অন্যের উপর চাপিয়েছেন তৃণমূল নেতা। পালটা তৃণমূলের রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী বিনোদ নুনিয়া জানান, ‘প্রচার করতে এসে চোর চোর স্লোগান দিচ্ছিল বিজেপির কয়েকজন বহিরাগত কর্মী সমর্থক । তারাই তৃণমূলের ব্যানারও ছিঁড়ে দেয় । তারই প্রতিবাদ জানালে বিজেপি তাকে হামলা বলছে।’ এরপর দু’পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

preload imagepreload image