মাঝ আকাশে বিকল বিমানের ইঞ্জিন, জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে

মাঝ আকাশে বিকল বিমানের ইঞ্জিন। এরপরই জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে। খবর পেয়ে ছুটে এল দমকল। যদিও শেষ পর্যন্ত বড় দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায় ১৫০ জনের বেশি যাত্রীবাহী বেঙ্গালুরুগামী ইন্ডিগো ৬ই ৫৭৩ বিমানটি।

দমদম বিমানবন্দর সূত্রে খবর, ১৬৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে শুক্রবার রাত সাড়ে দশটা উড়ে যায়। কিন্তু, দমদম বিমানবন্দর ছেড়ে আকাশ ওঠার কিছুক্ষণের মধ্যেই পাইলট দেখেন বিমানের ডানদিকে ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না। সমস্যা বাড়তেই তিনি দ্রুত যোগাযোগ করেন দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তিনি জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। যদিও অনুমতি দিতে দেরি করেনি ট্র্যাফিক কন্ট্রোল। গ্রিন সিগন্যাল পেতেই আর দেরি করেননি পাইলট। ততক্ষণে জরুরি ভিত্তিতে বিমানবন্দরে তৈরি রানওয়ে। শেষ পর্যন্ত সুরক্ষিতভাবেই বিমানটিকে অবতরণ করান পাইলট। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। ছুটে আসেন বিমান বন্দরের ইঞ্জিনয়ররা। শুরু হয় বিমান মেরামতির কাজ। বিমানে যাতে আগুন না ধরে যায় সে কথা মাথায় রেখে আনা হয় দমকল। কিন্তু, বারবার এ ধরনের ঘটনায় প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা। বিগত কয়েক মাসে লাগাতার একই ধরণের ঘটনায় উদ্বেগ সব মহলেই। পর্যান্ত রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এমনটা হয়ে থাকতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের বড় অংশের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =