মোটরম্যানের তৎপরতায় প্রাণে বাঁচালেন এক প্রৌঢ়। ঘটনার সূত্রপাত সোমবার বেলা ১১টা নাগাদ। কলকাতা মেট্রো সূত্রে খবর, এদিন ব্লু লাইনের ডাউন প্ল্যাটফর্মে আত্মহননের জন্য চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই প্রৌঢ়।তবে মোটরম্যান তৎপর থাকায় ঘটনাটি নজরে আসে তাঁর।দ্রুত মেট্রোটিকে থামান ওই মোটরম্যান। এই ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন ওই প্রৌঢ়। ট্র্যাক থেকে উদ্ধার করে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেশন সুপারিনটেড্যান্টের ঘরে।সেখানে প্রাথমিক চিকিৎসার পরই বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে পাঠানো হয় বাঙ্গুর হাসাপাতালে। এরই পাশাপাশি এই ঘটনা জানানো হয় রিজেন্ট পার্ক পুলিশ স্টেশনেও।