গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে আরও ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের আরও এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করে দিয়েছে হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এই ৪ জেলায় একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায়। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। যদিও বিগত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি পেয়েছে পাহাড়ের একের পর এক জেলা। নানা প্রান্তে লাগাতার ধসের ছবিও দেখা গিয়েছে।
এদিকে মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বিদ্ধ বাংলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে বুধবার থেকে। বৃহস্পতিবার দিনভর কোথাও ভারী তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার দফতরের পূর্বাভাস সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই শুক্রবার সকাল থেকেও শুরু হয় বৃষ্টি। কোথাও হালকা-মাঝারি তো কোথাও ভারী শুরু হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে। কলকাতায় শুক্রবার ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েছে শহরের নানা জায়গায়। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল। সঙ্গে এও জানানো হয়েছে, শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।